বিমানবন্দরে জব্দকৃত পাখি বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হস্তান্তর


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:০৬ অপরাহ্ন, ২৩শে মে ২০২৩


বিমানবন্দরে জব্দকৃত পাখি বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হস্তান্তর
জব্দকৃত পাখি। ছবি: জনবাণী

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনুমতি ছাড়া আমদানি করা ৬৯ টি জব্দ বিদেশি পাখি লালনপালন ও সংরক্ষণের জন্য গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের হস্তান্তর করা রয়েছে।


সোমবার (২২ মে) সন্ধ্যার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।


বন্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানা বলেন, বিমানবন্দরের কাস্টমস কর্মকর্তারা আমদানি করা বেশ কিছু প্রাণী ও পাখির কাগজপত্র যাচাই করেন। এরমধ্যে চার প্রজাতির ৬৯ টি পাখির অনুকূলে আমদানি অনুমতি ও অন্যান্য কাগজপত্র পাওয়া যায়নি। ফলে সেগুলো জব্দ করা হয়। পরে বন বিভাগে খবর দিলে বন বিভাগের বন সংরক্ষক, ঢাকার প্রকৃতি সংরক্ষণ অঞ্চল এবং বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ঢাকা বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে আমদানিকারক কে জরিমানা করা হয়।


সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, পাখিগুলো আপাতত সাফারি পার্কের পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। এগুলোর স্বাস্থ্যগত অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। এখনি পাখিগুলো পর্যটকদের সামনে প্রদর্শিত করা যাচ্ছে না। উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।


জেবি/ আরএইচ/