শ্রীনগরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:২০ পিএম, ২৩শে মে ২০২৩


শ্রীনগরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন
ছবি: জনবাণী

শ্রীনগরে ভূমি সেবা সপ্তাহ ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মে) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এই ভূমিসেবা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী। 


উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু বকর সিদ্দিকের সার্বিক পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফী, শ্রীনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম ও বিভিন্ন ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তাগণ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। 


উপজেলা ভূমি অফিসের আয়োজনে এই ভূমি সেবা সপ্তাহ কার্যক্রম চলবে আগামী ২৮ মে পর্যন্ত।


জেবি/ আরএইচ/