ভাঙ্গায় খাঁচায় মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:৩২ অপরাহ্ন, ২৩শে মে ২০২৩


ভাঙ্গায় খাঁচায় মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ
ছবি: জনবাণী

ফরিদপুরের ভাঙ্গায় দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে মৎস্যজীবীদের খাঁচায় মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 


মঙ্গলবার (২৩ মে) উপজেলা পরিষদের হলরুমে মৎস্য অধিদপ্তরের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করেন উপজেলা মৎস্য অফিস।


দুইদিনব্যাপী প্রশিক্ষণের প্রথম দিনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অফিসার দেবলা চক্রবর্ত্তী।


তিনি বলেন, আমরা আশাবাদী সময় উপযোগী সরকারের এ উদ্যোগ তৃণমূল পর্যায়ে পৌঁছাতে পারে ১৫ ই জুন। এতে মৎস্য চাষীরা মাছ চাষের মাধ্যমে স্বাবলম্বী হতে পারবেন। 


এ সময় উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান। 


পরে নিবন্ধিত জেলেদের মাঝে ছাগল ও ছাগলের খোয়ার বিতরণ করেন উপস্থিত কর্মকর্তারা।


জেবি/ আরএইচ/