কোরবানির হাটে হাসিল নেওয়া বন্ধ চেয়ে রিট

সরকারি ব্যবস্থাপনায় পশুর হাটগুলো পরিচালিত হতে হবে পশুর হাটের যাবতীয় খরচ সরকারকে বহন করতে হবে
বিজ্ঞাপন
কোরবানির পশু কেনার পর ক্রেতা বা বিক্রেতার কাছ থেকে হাসিল নেওয়ার নামে হাট ইজারাদারদের অর্থ আদায় বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
বুধবার (২৪ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট রিটটি দায়ের করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। রিটে স্বরাষ্ট্রসচিব, স্থানীয় সরকার সচিব, ধর্ম সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। হাইকোর্ট বেঞ্চে আগামী সপ্তাহে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।
বিজ্ঞাপন
রিট দায়েরকারী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ জানান, পশুর হাটে হাসিল আদায় করার কারণে পশুর দাম কয়েকগুণ বেড়ে যায়। সরকারি ব্যবস্থাপনায় পশুর হাটগুলো পরিচালিত হতে হবে। পশুর হাটের যাবতীয় খরচ সরকারকে বহন করতে হবে।
বিজ্ঞাপন
জেবি/ আরএইচ/