সোনারগাঁয়ে নিরাপদ সবজি উৎপাদনে কৃষকদের সঙ্গে মতবিনিময়


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৭:৩১ অপরাহ্ন, ২৪শে মে ২০২৩


সোনারগাঁয়ে নিরাপদ সবজি উৎপাদনে কৃষকদের সঙ্গে মতবিনিময়
ছবি: জনবাণী

বাংলাদেশ হর্টিকালচারাল প্রোডিউসার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশনের আয়োজনে, এগ্রো প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল বাণিজ্য মন্ত্রণালয় ও কৃষি সম্পসারণ অধিদপ্তর সোনারগাঁয়ের কারিগরি সহযোগিতায় নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে নিরাপদ সবজি উৎপাদন ও বাজার জাতকরণে কৃষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  


বুধবার (২৪ মে) সকালে উপজেলার কৃষি অফিস হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 


উপজেলা কৃষি কর্মকর্তা আফরোজা সুলতানার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত উপপরিচালক (শস্য) লিটন দেবনাথ।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (খামার বাড়ী) এর পরিচালক (অব.) ও বাংলাদেশ ফ্রুটস এন্ড ভেজিটেবল এন্ড অ্যালাইড প্রডাক্টস্ এক্সপোর্টারস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কৃষিবিদ মো. হাফিজুর রহমান। 


কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফরহাদ জামানের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা তসলিমা আক্তার, সংশ্লিষ্ট উপসহকারী কর্মকর্তাসহ উৎপাদনকারী, সরবরাহকারী ও কৃষক-কৃষাণীরা।


এ সময় বক্তারা কৃষকদের উদ্দেশ্য বিভিন্ন দিক নির্দেশানা মূলক বক্তব্য রাখেন। 


জেবি/ আরএইচ