ধামরাইয়ে মদপানে ২ যুবকের মৃত্যু
জেলা প্রতিনিধি
প্রকাশ: ১২:৩৪ পিএম, ৮ই আগস্ট ২০২৫

ঢাকার ধামরাইয়ে বিষাক্ত ও অতিরিক্ত মদপানে দুই যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) ভোর ৪টার দিকে উপজেলার সানোড়া ইউনিয়নের ভালোম গুচ্ছগ্রামের ভ্যানচালক আবুল কাশেমের বাড়ি থেকে ওই দুজনের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন- রংপুরের মিঠাপুকুর থানার শঠিবাড়ী এলাকার বিপ্লব কুজুর (২৭) ও একই থানার হলদি বাথান গ্রামের সুধীর দালাল (৪৫)।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গুচ্ছগ্রামের আবুল কাশেমের বাড়িতে ভাড়া নিয়ে বসবাস করে আসছিল ওই দুজন। তারা ওই এলাকায় বিভিন্ন ধরণের পরিষ্কার-পরিচ্ছন্নতার করে আসছিল। সেই সুবাদে প্রতিদিনই তারা মদ পান করতো।
স্থানীয়রা বলছেন, ওই দুই যুবক যখন নিজেরা মদ তৈরি করতে না পারতো তখন স্থানীয় মদ কারবাদিদের কাছ থেকে মদ সংগ্রহ করে তা পান করতো। বিষাক্ত ও অতিরিক্ত মদ পানের জেরে বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ১২টা থেকে শুক্রবার (৮ আগস্ট) ভোর ৪টার যেকোনো সময় তাদের মৃত্যু হয়।
এ বিষয়ে বাড়ির মালিক আবুল কাশেম বলেন, ‘তারা দীর্ঘদিন ধরে আমার বাড়িতে থাকছে। আদিবাসী হওয়ায় তারা প্রতিদিনই মদ পান করতো। তাদের মানা করলেও তারা বিষয়টি গ্রাহ্য করত না।’
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ‘দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ধামরাই থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।’