গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন

আগারগাঁওয়ে সিসি ক্যামেরায় ভোটগ্রহণ পর্যবেক্ষণ করছে ইসি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১১:৫১ পূর্বাহ্ন, ২৫শে মে ২০২৩


আগারগাঁওয়ে সিসি ক্যামেরায় ভোটগ্রহণ পর্যবেক্ষণ করছে ইসি
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গাসিক নির্বাচনের ভোটগ্রহণ সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করছে ইসি। ছবি : বাসস

কড়া নিরাপত্তায় মধ্য দিয়ে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ চলছে। নির্বাচনে কেন্দ্রে করে বসানো ৪৪৩৫টি সিসি ক্যামেরা। রাজধানীর আগারগাঁও থেকে সরাসরি ভোটের পরিস্থিতির ওপর নজর রাখছে নির্বাচন কমিশন।


বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮টায় নির্ধারিত সময়েই এ সিটির ৪৮০টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত।


জানা গেছে, রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের পঞ্চম তলায় নিয়ন্ত্রণ কক্ষে বসে সকাল ৮টা থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন নির্বাচন কমিশনার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। 


ইসির আইডিইএ প্রকল্পের জুনিয়র কমিউনিকেশন কনসালটেন্ট শফিকুল ইসলাম সাংবাদিকদেরকে জানিয়েছেন, মোট ৪৪৩৫টি সিসি ক্যামেরার মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ করা হচ্ছে। ১৮টি ডিজিটাল ডিসপ্লে বোর্ডের মাধ্যমে একসঙ্গে ৪৬৬টি সিসি ক্যামেরায় ৪৬৬টি ভোটকক্ষ পর্যবেক্ষণ করা যাচ্ছে।


এদিকে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে লড়ছেন ৮ জন, সাধারণ আসনের কাউন্সিলর পদে ২৪৬ জন ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৭৯ জন প্রার্থী।


জেবি/ আরএইচ/