ছাগল ছানা খাচ্ছে গাভীর দুধ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
গাভীর দুধ খেয়ে এক সঙ্গে বেড়ে উঠছে বাছুর ও ছাগলের একটি বাচ্চা। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নের উলুডাঙ্গা গ্রামের দিদার হোসেন নামের এক কৃষকের বাড়িতে। বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
এমন দৃশ্য একনজর দেখতে কৃষক দিদার হোসেনের বাড়িতে প্রতিদিনই ভিড় করছেন উৎসুক জনতা। উপজেলা থেকে মাত্র ১২ কিলোমিটার উত্তর-পূর্বে উলুডাঙ্গা গ্রামের পাকা রাস্তার পাশে দিদারের বাড়ি।
ব্যবসায়ী ও কৃষক দিদার হোসেন জানান, কয়েকদিন আগে একটি গাভী বাছুর জন্ম দেয়। এর কিছুদিন পর একটি ছাগলও এক সাথে ২টি বাচ্চার জন্ম দেয়। এর মধ্যে একটি মায়ের দুধ খাওয়ার সুযোগ না পেয়ে দুর্বল হয়ে পড়ে। পরে সেটিকে গাভীর দুধ খাওয়ানো শুরু করার পর এখন নিজে থেকেই গাভীর দুধ খেয়ে যাচ্ছে।
গাভীর দুধ ছাগলের বাচ্চার খাওয়ার দৃশ্য দেখতে প্রতিদিনই মানুষ তার বাড়িতে ভিড় করছেন, জানান তিনি।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. অমল বিশ্বাস বলেন, প্রাণিকূলে এমনটি হতে পারে। তবে সচরাচর এমন দৃশ্য দেখা যায় না। মায়ের শরীর থেকে প্রয়োজনীয় দুধ বা পুষ্টি না পেয়ে ছাগলের বাচ্চাটি গাভীর দুধ খাচ্ছে।
তিনি আরও বলেন, গাভীর দুধ খেলে ছাগল ছানাটি দ্রুত বেড়ে উঠবে।
এসএ/