মৌলভীবাজারে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:৫২ অপরাহ্ন, ২৫শে মে ২০২৩


মৌলভীবাজারে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন
ছবি: জনবাণী

‘গুদামে গুদামে কৃষকের ধান, বাঁচবে কৃষক বাঁচবে প্রাণ-ধানের দাম পাচ্ছে বেশি, কৃষক এখন বেশি খুশি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ-২০২৩ এর উদ্বোধন ঘোষণা করা হয়েছে।


উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে বৃহস্পতিবার (২৫মে) সকাল ১১ টায় বেজে ৩০ মিনিটে মৌলভীবাজার সদর এলএসডি উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফ উদ্দিনের সভাপতিত্বে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের ফিতা কেটে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।


আরও পড়ুন: কচুয়ায় ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন


এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোসাম্মত শাহীনা আক্তার প্রমুখ।


আলোচনা সভায় মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম জানান, এবারে মৌলভীবাজার জেলার হাওরাঞ্চলে প্রায় ১০০ ভাগ ধান কাটা সম্পূর্ণ হয়েছে এছাড়াও হাওরাঞ্চলের বাহিরে প্রায় ৯৭ ভাগ ধানকাটা সম্পূর্ণ হয়েছে। এবারে মৌলভীবাজারে আবহাওয়া অনুকুলে থাকায় ফলন ভালো হয়েছে বলেও জানান তিনি।


আরও পড়ুন: গৌরীপুরে কৃষি মেলার উদ্বোধন


এবছর মৌলভীবাজার জেলায় ধান সংগ্রহের লক্ষ্যেমাত্রা ৪ হাজার ৭ শত ৪৯ মেট্রিক টন এবং সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যেমাত্রা ৭ হাজার ১ শত ১২ মেট্রিক টন ধরা হয়েছে। এছাড়াও বোরো মৌসুমে ধান সংগ্রহ বিষয়ক বিশদ তথ্য তুলে ধরেন জেলা প্রশাসক।


জেবি/ আরএইচ/