প্রাইভেটকার থামিয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেপ্তার ১


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:৩০ পিএম, ৮ই আগস্ট ২০২৫


প্রাইভেটকার থামিয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেপ্তার ১
ছবি: জনবাণী ডেস্ক

মো. আশিকুর রহমান, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরের গোপালপুরে প্রাইভেটকার থামিয়ে চালক সাইদুল ইসলামকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। 


বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ১০ টার দিকে লালপুর-বনপাড়া সড়কের

গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুলের পার্শ্বে গোপালপুর রেলগেট

এলাকায় এ ঘটনা ঘটে।


এ ঘটনায় ওই রাতেই তাহমিদুর রহমান নামের একজনকে গ্রেপ্তার করেছে লালপুর থানা পুলিশ।


নিহত প্রাইভেটকার চালক সাইদুল ইসলাম ভেরামাড়া উপজেলার বামনপাড়া গ্রামের আলতাব আলীর ছেলে।


পুলিশ জানায়, বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে কুষ্টিয়া ভেড়ামারা থেকে প্রাইভেটকার বনপাড়ার দিকে যাছিলেন। লালপুর-বনপাড়া সড়কের গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুলের পার্শ্বে রেলগেট এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা প্রাইভেটকারটি থামিয়ে সাইদুল ইসলামকে গাড়ির ভেতরই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গলা কেটে পালিয়ে যায়। আহত অবস্থায় গাড়ির ভেতর থেকে বের হতে গিয়ে ঘটনাস্থলে তার মৃৃত্যু হয়।


লালপুর থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) মমিনুজ্জামান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করে। সেইসঙ্গে প্রাইভেটকার ও নিহত চালকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।’


থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনার রাতেই থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। এসময় অভিযান চালিয়ে তাহমিদুর রহমান নামের একজনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদ চলছে। এবিষয়ে পরে জানানো হবে বলে জানান তিনি।