টেকনাফে ১ কেজি ক্রিস্টালমেথ জব্দ করেছে কোস্টগার্ড


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:৫৪ অপরাহ্ন, ২৫শে মে ২০২৩


টেকনাফে ১ কেজি ক্রিস্টালমেথ জব্দ করেছে কোস্টগার্ড
ক্রিস্টালমেথ

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে কারেন্ট জালভর্তি বস্তা থেকে ১০০০ গ্রাম ক্রিস্টালমেথ (আইস) জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।


বৃহস্পতিবার (২৫ মে) বিকেলে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।


তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত দেড়টার দদিকে  রাত  কোস্টগার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন জালিয়াপাড়া ঝাউবন হতে একটি বস্তা কাঁধে এক ব্যক্তিকে বেড়িবাঁধে উঠতে দেখা যায়। ওই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা তাকে থামার সংকেত দেয়। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে লোকটি বেড়িবাঁধ এর পাশে বস্তাটি ফেলে দৌঁড়ে ঝাউবনের দিকে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে কোস্ট গার্ড সদস্যরা বস্তাটি উদ্ধার করে বস্তাভর্তি কারেন্ট জালের মধ্যে লুকায়িত অবস্থায় ১০০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করে। 


তিনি আরও বলেন, ‘জব্দকৃত ক্রিস্টালমেথ (আইস) পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।’


আরএক্স/