৩৫ কেন্দ্রের ফলাফল

আজমত উল্লার চেয়ে এগিয়ে জায়েদা


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৬:০৬ অপরাহ্ন, ২৫শে মে ২০২৩


আজমত উল্লার চেয়ে এগিয়ে জায়েদা
ছবি: সংগৃহীত

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুসারে, ৪৮০টি কেন্দ্রের মধ্যে ৩৫টির ফলাফলে টেবিলঘড়ি প্রতীকে ১৭১১৩ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন।


তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী আজমত উল্লা খান। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ১৬৪৫৮ ভোট।


বৃহস্পতিবার (২৫ মে) ইলেকট্রিক ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এরপরে শুরু হয় ভোট গণনা।


আরো পড়ুন : গাজীপুর সিটির ভোটগ্রহণ শেষ, ফলাফলের অপেক্ষায় নগরবাসী


এদিন, কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই শান্তি পূর্ণ ভাবে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা, মারামারি-হানাহানি বা কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার মতো ঘটনা ঘটেনি। ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরেছেন। ভোটের সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ভোটার এবং প্রার্থীরাও।


জেবি/এসবি