গাজীপুর সিটি নির্বাচন নিয়ে সন্তুষ্ট নির্বাচন কমিশন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৭:০৮ অপরাহ্ন, ২৫শে মে ২০২৩


গাজীপুর সিটি নির্বাচন নিয়ে সন্তুষ্ট নির্বাচন কমিশন
ছবি: সংগৃহীত

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে বলে দাবি করে নির্বাচন কমিশন। এখন চলছে ভোট গণনা। নির্বাচন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।


ভোটগ্রহণ শেষ হওয়ার পর কমিশনের পক্ষ থেকে কমিশনার মো. আলমগীর এ প্রতিক্রিয়া জানান।


আরও পড়ুন: ৩৯০৩ ভোটে এগিয়ে জায়েদা


তিনি বলেন, আমাদের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশনের কর্মকর্তা, পর্যবেক্ষক টিম ও গণমাধ্যমের কাছ থেকে যে খবর পেয়েছি, সেটি হচ্ছে গাজীপুর সিটি নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।


বৃহস্পতিবার (২৫ মে) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


আরও পড়ুন: গাজীপুরে ৫০ শতাংশ ভোট পড়েছে: ইসি আলমগীর


ইসি আলমগীর বলেন, ‘নির্বাচনী আইনে আছে যে, নির্বাচনের শেষ সময় পর্যন্ত যদি ভোটার উপস্থিতি থাকে, তাহলে ভোটারের ভোট না নেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ব্যালটের ক্ষেত্রে যে নিয়ম ইভিএমের ক্ষেত্রেও একই নিয়ম। আমরা আশা করছি ৫০ শতাংশের মতো ভোট পড়েছে। তবে মোট হিসাব করলে সঠিক তথ্যটা পাওয়া যাবে।’


জেবি/ আরএইচ/