বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ি প্রেমিকা, বেধড়ক প্রহার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
বিয়ের দাবি নিয়ে প্রেমিকের বাড়ি এলেন প্রেমিকা, আর সঙ্গে সঙ্গে বাড়ি ছেড়ে পালালেন প্রেমিক। এরপর মেয়েটির ওপর চলে প্রেমিকের স্বজনদের বেধড়ক মারধর। মেয়েটিকে বাড়ি থেকে বের করে দেওয়া হলে গভীর রাতে স্থান জোটে রাস্তায়।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকার ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামে ঘটেছে এমন ঘটনা। স্থানীয়ভাবে সুরাহা না হওয়ায় প্রেমিক এবং তাঁর স্বজনদের বিরুদ্ধে এসব অভিযোগ নিয়ে মেয়েটি যান ধামরাই থানায়।
জানা গেছে, বিয়ের প্রলোভন দিয়ে গাঙ্গুটিয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামের মো. বাবুল হোসেন মেয়েটির সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে বিয়ে না করে শুরু করেন টালবাহানা। পরে বিয়ের দাবিতে শুক্রবার গভীর রাতে প্রেমিকের বাড়িতে গিয়ে অনশন শুরু করেন মেয়েটি। অন্যদিকে, প্রেমিকা আসায় কৌশলে বাড়ি থেকে পালিয়ে যান অভিযুক্ত বাবুল।
ওই তরুণী বলেন, ‘আমার সঙ্গে গভীর প্রেম থাকা সত্ত্বেও অন্য মেয়েকে বিয়ে করার জন্য আংটি পরিয়েছে বাবুল। আমাকে সর্বনাশ করার বিচার চাই।’
এদিকে, প্রেমের সম্পর্কের কথা স্বীকার করে বাবুল হোসেন বলেন, ‘পরিবারের লোকজন অন্য জায়গায় আমার বিয়ে ঠিক করেছে। আমি এখন ওই মেয়েকে বিয়ে করব কীভাবে?’
এ বিষয়ে জানতে চাইলে গাঙ্গুটিয়া ইউনিয়নের নারী ইউনিয়ন পরিষদ সদস্য রেহেনা শিকদার বলেন, ‘দুই পরিবারের সঙ্গে কথা বলেছি। এ ব্যাপারে একসঙ্গে বসে সমঝোতার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘অভিযোগের সত্যতা সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
এসএ/