ঝিনাইদহে বিভিন্ন ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:৪২ অপরাহ্ন, ২৬শে মে ২০২৩
ঝিনাইদহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাজেট ঘোষণা করা হয়েছে। ঝিনাইদহ সদর উপজেলার পাগলা কানাই ইউনিয়নের ২০২৩-২৪ অর্থ বছরে নতুন কর আরোপ ছাড়াই ৯২ লাখ ৮২হাজার ৩শ ৯০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৩৭ লাখ ৮২ হাজার ৩ শত ৯০ টাকা ও উন্নয়ন অনুদান ধরা হয়েছে ৫৫ লাখ টাকা।
বৃহস্পতিবার (২৫ মে) সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান আবু সাঈদ বিশ্বাস এ বাজেট ঘোষণা করেন।
উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে ইউপি সচিব বিশ্বজিৎ কুমার বিশ্বাস, মেম্বার আব্দুল ওয়াদুদ, টোকন লস্কর, জসিম উদ্দীন লোটন, শামসুল হোসেন, রেজাউল মন্ডল, কাক্কা, রবিউল হোসেন, সংরক্ষিত মেম্বার, উদ্যেক্তা, গ্রাম পুলিশসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: তিলনা ইউনিয়ন পরিষদের উম্মুক্ত বাজেট ঘোষণা
অপর দিকে পোড়াহাটি ইউনিয়নের ২০২৩-২৪ অর্থ বছরে নতুন কর আরোপ ছাড়াই ১ কোটি ৫৮ লাখ ৬৪ হাজার ৩শ ৪২ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
বুধবার (২৪ মে) ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরন এ বাজেট ঘোষণা করেন।
উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে ইউপি সচিব সোহাগ আলী, ইউপি সদস্যবৃন্দ, বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ, ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ, উদ্যোক্তা, গ্রাম পুলিশসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়াও ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের ২০২৩-২৪ অর্থ বছরে নতুন কর আরোপ ছাড়াই ১ কোটি ২৩ লাখ ২১হাজার ৭শ ৮২ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৪২ লাখ ৫ হাজার ৭শত ৮২ টাকা ও উন্নয়ন অনুদান ধরা হয়েছে ৮১ লাখ ১৬ হাজার টাকা।
মঙ্গলবার (২৩ মে) সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান আতিকুল হাসান মাসুম এ বাজেট ঘোষণা করেন।
উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে ইউপি সচিব সাইদুর রহমান, হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর রফিকুল ইসলাম, সংরক্ষিত মেম্বার ফাতেমা খাতুন, নার্গিস বেগম, সালমা খাতুন, সদস্য সোহাগ রানা, ছাব্দার আলী,আসাদুজ্জামান, সিরাজ উদ্দীন, আমির মল্লিক, মমিনুর রহমান সকল মেম্বার, উদ্যোক্তা, গ্রাম পুলিশসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ঝিনাইদহের সাগান্না ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা
ফুরসন্ধি ইউনিয়নের ২০২৩-২৪ অর্থ বছরে নতুন কর আরোপ ছাড়াই ৯৩ লাখ ৮৭হাজার ১শ ১৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ২৯ লাখ ৮১ হাজার ৬০ টাকা ও উন্নয়ন অনুদান ধরা হয়েছে ৬৪ লাখ ৬ হাজার ৫৪ টাকা।
বৃহস্পতিবার (২৫ মে) বিকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শিকদার এ বাজেট ঘোষণা করেন।
উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে ইউপি সচিব রবিউজ্জামান, মেম্বার ওহাব আলী মোল্যা, আসাদুজ্জামান, হায়দার আলী, সংরক্ষিত মেম্বার শিউলি বেগম, রুপভান নেছা, সকল মেম্বার, উদ্যোক্তা, গ্রাম পুলিশসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জেবি/ আরএইচ/