সৌদিতে বাংলাদেশি হজ এজেন্সির দুজন আটক
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৮:৫৪ অপরাহ্ন, ২৬শে মে ২০২৩
সৌদি আরবে বাংলাদেশি হজ এজেন্সির দুইজনকে আটক করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। তারা সম্পর্কে দুজন পিতা পুত্র। নির্ধারিত পরিমাণের বেশি রিয়াল বহনের দায়ে তাদের আটক করা হয়েছে। এ ঘটনায় ৮২৩ জন হজযাত্রীর সৌদিতে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।
হাব সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম শুক্রবার (২৬ মে) এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, হাব এই সমস্যা সমাধানে কাজ করছে।
আরও পড়ুন: সৌদি পৌঁছেছেন ১৫ হাজার ২৯ জন হজযাত্রী
হাব সভাপতি আরও জানান, ওই দুজনের সঙ্গে তিনটি এজেন্সি হজযাত্রীদের সৌদি আরবে পাঠানোর জন্য কাজ করছিল। উল্লিখিত তিনটি এজেন্সির ৮২৩ জন হজযাত্রীর ১ জুন সৌদি আরবের টিকিট কনফার্ম করা আছে। তবে সৌদি আরবে তারা আটক হওয়ায় সেখানকার প্রস্তুতিমূলক কাজে সমস্যা দেখা দিয়েছে। এ অবস্থায় ৮২৩ জন হজযাত্রীর বিমান টিকিট সংগ্রহের প্রয়োজনীয় সহযোগিতা প্রদানসহ ফ্লাইটের তারিখ ১০ দিন পিছিয়ে দেয়ার জন্য বলা হয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে এবার হজ অনুষ্ঠিত হবে আগামী ২৭ জুন (৯ জিলহজ)। বাংলাদেশ থেকে হজযাত্রীদের নিয়ে সৌদি আরবে যাত্রা শুরু হয় ২১ মে। হজ শেষে সৌদি আরবে থেকে শেষ ফ্লাইট ছাড়বে ২২ জুন।
জেবি/ আরএইচ/