সই জালিয়াতি মামলায় শিক্ষার্থী কারাগারে


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৪:৩৬ অপরাহ্ন, ২৭শে মে ২০২৩


সই জালিয়াতি মামলায় শিক্ষার্থী কারাগারে
ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার ও বিভাগীয় চেয়ারম্যানের স্বাক্ষর ও সিল নকল করার অভিযোগে সজিব আহমেদ নামে এক শিক্ষার্থীকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানা গেছে।


শনিবার (২৭ মে) রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।


আরও পড়ুন: গায়ক নোবেলকে কারাগারে আটক রাখার আবেদন


আদালতের কোতোয়ালি থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক আশ্রাফ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত বৃহস্পতিবার (২৫ মে) তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।


এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা সাইদুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।


জেবি/ আরএইচ/