পদ্মার এক কাতলা ৫০ হাজারে বিক্রি


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০৬:০৭ অপরাহ্ন, ২৭শে মে ২০২৩


পদ্মার এক কাতলা ৫০ হাজারে বিক্রি
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মা নদীতে ২৭ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে জেলের জালে। মাছটি ৪৯ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে বলে জানা গেছে।


শনিবার (২৭ মে) দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা নদীতে খলিল হালদার নামের এক জেলের জালে মাছটি ধরা পড়ে।


আরও পড়ুন: মেঘনায় জেলের জালে ১৬০ কেজির শাপলা পাতা মাছ


জেলে খলিল জানান, সহযোগীদের নিয়ে শনিবার ভোরে পদ্মায় মাছ ধরতে জাল ফেলেন। সকালে জাল টেনে তুলতেই দেখেন বড় একটি মাছ আটকা পড়েছে। জাল টেনে ওপরে তুলতেই দেখা গেছে বড় আকারের একটি কাতল মাছ।


মাছ ব‍্যবসায়ী শাহজাহান শেখ বলেন, কাতল মাছটি জেলে খলিলের কাছ থেকে ১ হাজার ৬৫০ টাকা কেজি দরে মোট ৪৫ হাজার ৩৭৫ টাকায় মাছটি কিনে নিই। পরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ৮০০ টাকা কেজি দরে মোট ৪৯ হাজার ৫০০ টাকায় মাছটি বিক্রি করে দিয়েছি।


জেবি/ আরেএইচ