তাপমাত্রা বাড়তে পারে
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:৫৭ অপরাহ্ন, ২৮শে মে ২০২৩
আবহাওয়া অফিস জানিয়েছে দেশের কিছু অঞ্চলে ঝড়-বৃষ্টি এবং সারাদেশে দিনের তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
রবিবার (২৮ মে) আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এতথ্য জানান।
তিনি বলেন, দেশের সাত বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, আজ রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে এবং তা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়ার পর্যন্ত হতে পারে।
আরও পড়ুন : ধেয়ে আসছে মহাশক্তিশালী সুপার টাইফুন ‘মাওয়ার’
পূর্বাভাসে আরও বলা হয়, চট্টগ্রাম, ময়মনসিংহ, ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল, রংপুর, ঢাকা, খুলনা ও রাজশাহী বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া আগামী দুই দিনে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
জেবি/এসবি