গাজীপুরের মতোই আগামী সব নির্বাচন সুষ্ঠু হবে : ইসি আলমগীর


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৬:৪০ অপরাহ্ন, ২৮শে মে ২০২৩


গাজীপুরের মতোই আগামী সব নির্বাচন সুষ্ঠু হবে : ইসি আলমগীর
নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের মতো আসন্ন জাতীয় সংসদ নির্বাচনও  সুষ্ঠু  হবে বলে জানিয়েছেন  নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।


রবিবার (২৮ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ইসি মো. আলমগীর।


তিনি বলেন,   ‘নির্বাচন কমিশনের পক্ষ থেকে সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করার, সবকিছুই করা হবে।’


মার্কিন যুক্তরাষ্ট্রের ঘোষিত নতুন ভিসানীতি প্রসঙ্গে তিনি বলেন, ‘৪৫ দিন আগে থেকে নির্বাচনের প্রস্তুতি নিতে হয়। যুক্তরাষ্ট্রের ভিসানীতি কী, তা আমাদের জানাও নেই। আমরা পড়ারও সুযোগ পাইনি, নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলাম। ভিসানীতির সঙ্গে গাজীপুরে সুষ্ঠু নির্বাচনের কোনো সম্পর্ক নেই। নির্বাচনে আইন মেনে না চললে তিনি যেই হোন না কেন, ইসি আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।’


আরও পড়ুন : গাজীপুরের নির্বাচন গণতন্ত্রের বিজয়: শিক্ষামন্ত্রী


গাজীপুর সিটিতে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচন কমিশন, সরকারসহ সব পক্ষের ভাবমূর্তি ভালো হয়েছে উল্লেখ করে ইসির  ইসি আলমগীর  বলেন, ‘বিদেশিরা কী চাইল, সেটা নির্বাচন কমিশনের কাছে গুরুত্বপূর্ণ নয়। সংবিধান ও আইন অনুযায়ী নির্বাচন কমিশন কাজ করছে, ভবিষ্যতেও করবে। নির্বাচন কমিশন মুক্ত ও স্বাধীন প্রতিষ্ঠান। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোনো চাপ কখনোই আসেনি।’


আরও পড়ূন : অনিয়ম-মাস্তানি-পেশিশক্তি কঠোরভাবে দমন করবো: সিইসি


তিনি আরও বলেন, ‘যারা সমালোচনা করেন, তারা সবসময়ই সমালোচনা করেন। নির্বাচনে যারা আসবেন, তাদের সবার জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করবে নির্বাচন কমিশন। ভোটাররাও যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন, তা নিশ্চিত করা হবে।’


জেবি/এসবি