মসলার বাজার নিয়ন্ত্রণে মাঠে নামছে ভোক্তা অধিদপ্তর


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:২০ পিএম, ২৯শে মে ২০২৩


মসলার বাজার নিয়ন্ত্রণে মাঠে নামছে ভোক্তা অধিদপ্তর
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে মসলার দাম ও সরবরাহ স্থিতিশীল রাখার লক্ষ্যে কাজ শুরু কবছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


সোমবার (২৯ মে) রাজধানীসহ সারাদেশের মসলার বাজারে অভিযান চালাবে সংস্থাটি।


এর আগে রবিবার অধিদপ্তরের প্রধান কার্যালয়ে সংস্থার মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান গণমাধ্যমক এ কথা জানান।


আরও পড়ুন: বাজারে পেঁয়াজ ও আদায় অস্বস্তি


তিনি বলেন, আসন্ন কোরবানির ঈদে মসলার বাজার স্থিতিশীল রাখতে সোমবার থেকে অধিদপ্তরের পক্ষ থেকে সারাদেশে মসলার বাজার নিবিড়ভাবে মনিটরিং করা হবে এবং আমরা এক সপ্তাহ সেটা নজরদারিতে রাখব।


তিনি জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বন্দরে মসলা খালাসের ক্ষেত্রে সমস্যার বিষয়ে ভোক্তা অধিদপ্তরকে অবহিত করলে তা সমাধানের জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে।


আদার দাম প্রসঙ্গে মহাপরিচালক বলেন, চট্টগ্রামে আমরা বাজার মনিটারিং করেছি। ঢাকার বাজারও পর্যবেক্ষণ করছি। যেসব পাইকারি প্রতিষ্ঠান ক্রয়মূল্যের রশিদ ছাড়া পণ্য বিক্রি করে তাদের নাম ভোক্তা অধিদপ্তরকে জানাতে হবে। আমরা ব্যবস্থা নেব।


আরও পড়ুন: রাজধানীর বাজারে পেঁয়াজের কেজি ৯০ টাকা


ভোক্তা অধিদপ্তরের পরিচালক মনজুর শাহরিয়ার বলেন, কোরবানির আগে যারা বাজারকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন তাদের রুখে দিতে টানা অভিযান চালাবে ভোক্তা অধিদপ্তর। এবারের অভিযান হবে কঠোর ও ব্যতিক্রমী। 


জেবি/ আরএইচ/