শ্রীনগরে ভূমিসেবা সপ্তাহের সমাপ্তি


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:২৪ পিএম, ২৯শে মে ২০২৩


শ্রীনগরে ভূমিসেবা সপ্তাহের সমাপ্তি
ভূমি সেবা সপ্তাহ-২০২৩ এর সমাপ্তি

“স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণাণয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের শ্রীনগরে ভূমি সেবা সপ্তাহ-২০২৩ এর সমাপ্তি হয়েছে। 


এর আগে সোমবার (২২ মে) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এই ভূমি সেবা সপ্তাহের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী। 


এরই ধারাবাহিকতায় রবিবার (২৮ মে) পর্যন্ত এই ভূমি সেবা কার্যক্রম চলে। 


উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু বকর সিদ্দিক ভূমি সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, এই কার্যক্রমের আওতায় উপজেলা ভূমি অফিসসমূহ থেকে মোট ৫০০টি নামজারী মামলা নিষ্পত্তি করা হয়। 


৫ লাখ ২০ হাজার টাকা ভূমি উন্নয়ন কর আদায়, ৫ লাখ টাকা ভিপি লীজমানি আদায়, ১০ হাজার টাকা চান্দিনা ভিটি নবায়ন বাবদ আদায় করা হয়েছে। এছাড়া ৫০টি নামজারি রিভিউ কেস ও অন্যান্য আবেদন গ্রহন এবং নিষ্পত্তি করা হয়। 


ভুমি সেবা সপ্তাহ উপলক্ষে ভূমি অফিস ও উপজেলাধীন ইউনিয়ন ভূমি অফিসসমূহে ২ হাজার মানুষ সরাসরি এই সেবা গ্রহন করেছেন। ভূমি সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে এসব তথ্য নিশ্চিত করেন।


আরএক্স/