পাবনায় হারবাল ঔষধ তৈরি ও ব্যবহার শীর্ষক সেমিনার


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৮:৪১ অপরাহ্ন, ২৯শে মে ২০২৩


পাবনায় হারবাল ঔষধ তৈরি ও ব্যবহার শীর্ষক সেমিনার
ছবি: জনবাণী

পাবনায় প্রাকৃতিক হারবাল প্রোডাক্ট এবং ডায়োটারী সাপ্লিমেন্ট ব্যবহার সচেতনতা সৃষ্টিতে দেশীয় চিকিৎসকদের ভূমিকা শীর্ষক সেমিনারে বক্তারা বলেছেন, বর্তমান বিশ্বজুড়ে মানুষ হারবাল চিকিৎসার দিকে ঝুঁকছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী হারবাল ঔষধ তৈরি ও মান নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। 


সোমবার (২৯ মে) সকাল ১১ টায় পাবনা মেডিকেল কলেজ অডিটরিয়ামে মেডিসিনাল প্লান্টস এন্ড হারবাল প্রোডাক্ট বিজনেস প্রমোশন কাউন্সিল ও হারবাল প্রডাক্ট কসমেটিক এন্ড ডায়েটারী সাপ্লিমেন্ট ম্যানুফ্যাকচারাস অব বাংলাদেশ আয়োজিত সেমিনারে বক্তারা এ কথা বলেন। 


আরও পড়ুন: এবার ওষুধের দাম ২০ শতাংশ বাড়ল


বক্তারা বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে হারবাল, ইউনানী, মেডিসিনের প্রডাক্ট তৈরির বিভিন্ন দিক তুলে ধরেন। 


সংগঠনের সভাপতি ড. সঈদ আহমেদ সিদ্দিকীর সভাপতিত্বে ও পশ্চিমাঞ্চল আঞ্চলিক সম্পাদক মাহবুবুল আলমের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন, পাবনা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মো. উবায়দুল্লাহ ইবনে আলী। 


বিশেষ অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ ইউনানী ঔষধ শিল্প সমিতির সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সহকারী পরিচালক প্রশাসন সৈয়কত কুমার কর, সংঘঠনের কার্যনির্বাহী কমিটির নির্বাহী সদস্য, সাইফুর রহমান, হাকীম মো. রেজাউল করিম, মোজাম্মেল হোসেন, মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ডা. মীর্জা জহিরুল আহসান ইমরান প্রমুখ। 


সেমিনারে বিভিন্ন ঔষধ শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি ও শিক্ষার্থীরা অংশ নেন।


জেবি/ আরএইচ/