সবাই সস্তায় খেতে চায়, কৃষকের দুঃখ কষ্ট কেউ বুঝতে চায় না: খাদ্যমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৩:৪৬ অপরাহ্ন, ৩০শে মে ২০২৩
কৃষকের দুঃখ কষ্ট কেউ বুঝতে চায় না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
মঙ্গলবার (৩০ মে) সাপাহারে গোডাউনপাড়া আমবাগানে ২০২৩ মৌসুমে আম সংগ্রহ ও বিপণনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, সবাই সস্তায় খেতে চায়। কৃষকের দুঃখ কষ্ট কেউ বুঝতে চায় না। এখন দেশীয় ফলের প্রচুর সরবরাহ আছে।
আরও পড়ুন: এবারের বাজেট ৭ লাখ কোটি টাকা: প্রধানমন্ত্রী
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমন ও বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। আমেও বাম্পার ফলন হয়েছে। কৃষক ধানের ন্যায্যমূল্য পাচ্ছে। আশা করি আমেও ন্যায্যমূল্য পাবে।
আরও পড়ুন: ১৪ জুন থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু: রেলমন্ত্রী
এ সময় সাপাহারের সহকারী কমিশনার ভূমি শারমিন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শামসুল আলম শাহ চৌধুরী এবং কৃষি-কর্মকর্তা শাপলা খাতুন।
জেবি/এসবি