Logo

রাজধানীতে এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

profile picture
জনবাণী ডেস্ক
৩১ মে, ২০২৩, ০২:২৭
16Shares
রাজধানীতে এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
ছবি: সংগৃহীত

তার জ্বর হওয়ায় একটি টেস্ট পরীক্ষা দিতে পারেনি কী কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বিষয়টি বলতে পারছি না

বিজ্ঞাপন

রাজধানীর রামপুরায় মাশরুরুর রহমান চৌধুরী (১৮) নামের এইচএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। তিনি রাজারবাগ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। এ বছর এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল তার।

মঙ্গলবার (৩০ মে) ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মাসরুরুর রহমান চৌধুরীর বাবা মিজানুর রহমান চৌধুরী বলেন, চলতি বছর রাজারবাগ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। তার জ্বর হওয়ায় একটি টেস্ট পরীক্ষা দিতে পারেনি। কী কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বিষয়টি বলতে পারছি না। আমার তিন ছেলের মধ্যে সে সবার বড়। আমরা হাতিরঝিল থানার পশ্চিম রামপুরার ওয়াপদা রোডের ১২৬ নম্বর বাসায় ভাড়া থাকি। আমাদের বাড়ি নোয়াখালী জেলার সদর থানার মাইজদী কোট এলাকায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি হাতিরঝিল থানাকে জানিয়েছি।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD