ফারুকের আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা কবে, জানানলেন ইসি আলমগীর
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৬:৫৭ অপরাহ্ন, ৩০শে মে ২০২৩
চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৭ আসনে উপনির্বাচনের তফসিল আগামী ১ জুন ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।
মঙ্গলবার (৩০ মে) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
আরও পড়ুন: ইভিএমে ফল পরিবর্তনের কোনও সুযোগ নেই: সিইসি
ইসি আলমগীর বলেন, ঢাকা-১৭ আসনে উপনির্বাচনের সময়সূচি নির্ধারিত হয়েছে। নির্বাচন কমিশন সচিব এলে আগামী ১ জুন হয়তো এটি ঘোষণা করা হবে।
আরও পড়ুন: ‘রোহিঙ্গা গণহত্যা’ মামলার কার্যক্রম তরান্বিত করতে কাজ করছে ওআইসি
এর আগে গেল ১৫ মে আওয়ামী লীগের সংসদ সদস্য চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক মারা যান করেন। তার মৃত্যুর পর ঢাকা-১৭ আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।
জেবি/এসবি