শিবপুরে গুলিবিদ্ধ সেই চেয়ারম্যান মারা গেছেন


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০৮:৩৪ অপরাহ্ন, ৩১শে মে ২০২৩


শিবপুরে গুলিবিদ্ধ সেই চেয়ারম্যান মারা গেছেন
হারুনুর রশিদ খান

নরসিংদীর শিবপুরের গুলিবিদ্ধ উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খান (৭০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 


বুধবার (৩১ মে) বিকেল সাড়ে ৫ টার দিকে তার মৃত্যু হয়। এর আগে গত ২৫ ফেব্রুয়ারি সকাল সোয়া ৬টার দিকে শিবপুর পৌর এলাকার বাজার সড়কের বাড়িতে তাকে গুলি করা হয়।


পরিবারের সদস্যরা জানান, শারীরিক পরিস্থিতির অবনতি হওয়া হারুনুর রশিদকে (১৯ মে) শুক্রবার রাতে লাইফ সাপোর্টে নেয়া হয়। এর আগে ২৫ ফেব্রুয়ারি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়ার পর তার পিঠ (মেরুদণ্ড-সংলগ্ন) থেকে দুইটি গুলি বের করা হয়েছিল।


আরও পড়ুন: নরসিংদীতে সংঘর্ষে গুলিবিদ্ধ আরও এক ছাত্রদল কর্মীর মৃত্যু


স্বজনেরা জানান, হারুনুর রশিদ খানের পিঠে বিদ্ধ হওয়া দুইটি গুলি বের করে আনা হলেও তার শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ে। এর প্রভাবে প্রস্রাবে সংক্রমণসহ হৃৎপিণ্ড ও কিডনিতে নানা সমস্যা দেখা দেয়। ভারত থেকে চিকিৎসা নিয়ে বাড়িতে অবস্থান করছিলেন তিনি। 


উল্লেখ্য, ১৯৮৬ সালে উপজেলা চেয়ারম্যানের বড় ভাই আওয়ামী লীগের সাবেক এমপি রবিউল আওয়াল খান কিরনকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। দীর্ঘ ৩৭ বছর পরও সে হত্যা মামলার কোনো কিনারা হয়নি।


জেবি/ আরএইচ/