নিঃসঙ্গতা কাটাতে ৫৪ বছরের বানুকে বিয়ে করলেন ৬২ বছরের আশরাফ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
জীবনের
নিঃসঙ্গতা কাটাতে ভালোবেসে ৬২ বছরের এক বৃদ্ধ বিয়ে করেছেন ৫৪ বছরের এক বৃদ্ধাকে।
শনিবার
(১৯ ফেব্রুয়ারি) রাতে ১ লাখ
১ টাকা দেনমোহরে ওই
দম্পতির বিয়ে সম্পন্ন হয়। যারমধ্যে নগদ
৫০ হাজার টাকা পরিশোধও করেন
বৃদ্ধ। এই বিয়েতে গ্রামের প্রায় এক হাজার মানুষ
উপস্থিত ছিলেন।
জানা
গেছে, পাত্র আশরাফ আলী ব্যাপারি (৬২)
ও পাত্রী মোসামৎ বানু বেগম (৫৪)চাখার ইউনিয়নের সোনাহার গ্রামের প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা।
মোসামৎ
বানু বেগমের ঘরে এক কন্যা
সন্তান থাকলেও বৃদ্ধ আশরাফ আলী ব্যাপারি ছিলেন
নিঃসন্তান। ফলে একাকিত্বের জীবনে
আশরাফ আলীকে সঙ্গী হিসেবে বেছে নেয় বানু
বেগম। প্রথমে প্রণয় তারপর শত বাধা পেরিয়ে
দুজনের এক হওয়ার সিদ্ধান্ত।
অবশেষে বেশ ধুমধামের পরিবেশে
তাদের বিয়ে সম্পন্ন হয়।
চাখার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মজিবুল হক টুকু গণমাধ্যমকে জানান, চাখার ইউনিয়নের সোনাহার গ্রামের জননেত্রী শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা বিয়ের পাত্র আশরাফ আলী ব্যাপারি বিয়ে করেন নি। তার কোনো সংসার নেই। বৃদ্ধ বয়সে বেশ একাকিত্বের জীবন কাটাতেন আশরাফ। পরে