ক্যানসারের ওষুধের দাম কমবে


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৭:১৯ অপরাহ্ন, ১লা জুন ২০২৩


ক্যানসারের ওষুধের দাম কমবে
প্রতীকী ছবি

ক্যানসার আক্রান্ত রোগীদের চিকিৎসা ব্যয় কমাতে দেশে প্রস্তুত হয় এমন ওষুধের কাঁচামাল আমদানিতে কর অব্যাহতির সুবিধা দেওয়ার প্রস্তাব করা হয়েছে ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে।


বৃহস্পতিবার (১ জুন) বিকালে জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট সংসদে উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ সময় এ প্রস্তাব করেন তিনি।


বাজেটে ওষুধ, চিকিৎসাসামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল আমদানিতে বিদ্যমান রেয়াতি সুবিধা অব্যাহত রাখার কথাও বলেন অর্থমন্ত্রী।


আরও পড়ুন: দাম বাড়ছে আমদানি করা লিফটের


তিনি জানান, ইনজেকশনের আইভি ক্যানোলা উৎপাদনের প্রধান কাঁচামাল সিলিকন টিউব আমদানিতে রেয়াতি সুবিধা দেওয়া হচ্ছে। ডায়াবেটিক ব্যবস্থাপনার ওষুধ উৎপাদনে বিশেষ কিছু কাঁচামাল আমদানিতে দেওয়া হচ্ছে রেয়াতি সুবিধা।


স্বাস্থ্য ও পরিবার কল্যাণ খাতে আগামী ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৩৮ হাজার ৫২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। 


প্রস্তাবিত বাজেট আকার ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। এটি মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১৫ দশমিক ২ শতংশ। বাজেটে পরিচালনসহ অন্যান্য খাতে ৪ লাখ ৩৬ হাজার ২৪৭ কোটি এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।


জেবি/ আরএইচ/