যান্ত্রিক ত্রুটিতে বাতিল বিমানের কুয়েত ও দুবাই ফ্লাইট


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬:৩৬ পিএম, ১২ই আগস্ট ২০২৫


যান্ত্রিক ত্রুটিতে বাতিল বিমানের কুয়েত ও দুবাই ফ্লাইট
ছবি: সংগৃহীত

যান্ত্রিক ত্রুটির কারণে সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একাধিক ফ্লাইটের সূচিতে পরিবর্তন এসেছে। কোনো উড়োজাহাজ মেরামতের পর উড্ডয়ন করছে, আবার কোনোটি গ্রাউন্ডেড অবস্থায় রয়েছে।


মঙ্গলবার (১২ আগস্ট) এ পরিস্থিতিতে বাতিল হয়েছে বিমানের দুটি ফ্লাইট—ঢাকা থেকে কুয়েতগামী এবং ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামী।


বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১২ আগস্ট) কুয়েত ও দুবাই রুটের দুটি ফ্লাইটই পরিচালিত হওয়ার কথা ছিল বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ দিয়ে। উড়োজাহাজ সংকটের কারণে উভয় ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে ঢাকা–কুয়েত রুটের বিজি-৩৪৩ ফ্লাইট বিকেল ৩টা ৪৫ মিনিটে ছাড়ার কথা ছিল, আর ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামী ফ্লাইট বিকেল ৫টা ৫ মিনিটে ছাড়ার কথা ছিল।


বিমানের জনসংযোগ বিভাগ জানিয়েছে, বাতিল হওয়া কুয়েত ও দুবাই ফ্লাইট আগামীকাল ছেড়ে যাবে। নতুন সময়সূচি যাত্রীদের জানানো হচ্ছে।


তারা আরও জানায়, রোমে যে ড্রিমলাইনার উড়োজাহাজটি গ্রাউন্ডেড রয়েছে, সেটি উড্ডয়ন উপযোগী করতে আজ বিমানের পাঁচজন প্রকৌশলী সেখানে গেছেন। আশা করা হচ্ছে, সন্ধ্যা নাগাদ উড়োজাহাজটি প্রস্তুত হবে এবং রোমে থাকা যাত্রী ও ক্রুদের ওই উড়োজাহাজে করে ঢাকায় আনা হবে।


এর আগে ১০ আগস্ট রোমে বিমানের একটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ গ্রাউন্ডেড হয়। এখনো সেটি উড্ডয়ন উপযোগী করা সম্ভব হয়নি। ওই ফ্লাইটে থাকা ২৬২ জন যাত্রী ও ক্রু হোটেলে রয়েছেন, যা বিমানের খরচে বহাল থাকবে যতদিন না বিকল্প ব্যবস্থা হয়।


উল্লেখ্য, গত এক মাসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অন্তত নয়টি উড়োজাহাজে উড্ডয়নের আগে ও পরে বিভিন্ন যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে। এর মধ্যে চাকা খুলে পড়া, চাকা ফেটে যাওয়া, ইঞ্জিনে অতিরিক্ত কম্পন, কেবিনের তাপমাত্রা বেড়ে যাওয়া, ল্যান্ডিং গিয়ারের দরজা ঠিকভাবে বন্ধ না হওয়া ইত্যাদি সমস্যা উল্লেখযোগ্য।

এসএ/