‘শূন্য রিটার্ন’ নামে কোনো রিটার্ন দাখিলের বিধান নেই: এনবিআর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৩৯ পিএম, ১০ই আগস্ট ২০২৫

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, ‘জিরো রিটার্ন’ (শূন্য রিটার্ন) নামে কোনো রিটার্ন দাখিলের বিধান নেই।
করদাতার প্রকৃত আয় যদি আইনানুযায়ী করযোগ্য না হয়, তাহলে কর দিতে হবে না। তবে আয়কর রিটার্নে আয়-ব্যয়, সম্পদ ও দায় সম্পর্কিত সঠিক তথ্য না দিলে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে।
রোববার (১০ আগস্ট) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো: আল আমিন শেখ এক বিবৃতিতে এ তথ্য জানান।
বিবৃতিতে তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘জিরো রিটার্ন’ দাখিল সংক্রান্ত ভ্রান্ত ধারণাপ্রসূত কিছু পোস্ট এনবিআরের নজরে এসেছে। এসব পোস্টে রিটার্নের সব ঘর ‘শূন্য’ হিসেবে পূরণ করে দাখিল করা যায় বলে প্রচার করা হচ্ছে। এসব ভ্রান্ত ধারণার প্রভাবে কিছু করদাতা আয়কর রিটার্নে অসত্য তথ্য প্রদান করছেন।’
তিনি আরও বলেন, ‘আয়কর আইন, ২০২৩ অনুযায়ী ‘জিরো রিটার্ন’ নামে কোনো রিটার্ন দাখিলের বিধান নেই। করদাতা প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় প্রদর্শন না করে শূন্য হিসেবে দেখানো সম্পূর্ণ বেআইনি ও ফৌজদারি অপরাধ। মিথ্যা তথ্য দিলে ৫ বছর পর্যন্ত কারাদণ্ডের ব্যবস্থা রয়েছে।’
বিবৃতিতে এও বলা হয়, ‘সকল করদাতা দায়িত্বশীল নাগরিক হিসেবে প্রকৃত তথ্য প্রদর্শন করে দেশের উন্নয়নে অংশ নেবেন। সামাজিক মাধ্যমে প্রচারিত জিরো রিটার্নের ফাঁদে পা না দিয়ে নিজেকে কারাদণ্ড ও অর্থদণ্ড থেকে রক্ষা করবেন।’
প্রতিবছর ১ জুলাই থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ব্যক্তিশ্রেণির করদাতারা বার্ষিক আয়কর রিটার্ন জমা দেন, যেখানে সারা বছরের আয়-ব্যয়ের তথ্য দিতে হয়।
এনবিআর সূত্রে জানা গেছে, গত অর্থবছরে প্রায় ১৭ লাখ করদাতা অনলাইনে রিটার্ন দিয়েছেন, যাদের ৭০ শতাংশ কর দেননি কিন্তু রিটার্ন দিয়েছেন।
বর্তমানে এক কোটি ১২ লাখ কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) আছেন। তাদের মধ্যে বছরে প্রায় ৪০ লাখ করদাতা রিটার্ন দাখিল করেন। চলতি অর্থবছর থেকে সব করদাতাকে অনলাইনে রিটার্ন জমা দিতে হবে।
এসএ/