অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং বন্ধের প্রতিবাদে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৫০ পিএম, ১০ই আগস্ট ২০২৫

অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধের প্রতিবাদে বিক্ষোভ করেছেন এজেন্ট মালিকরা।
রবিবার (১০ আগস্ট) দুপুরে রাজধানীর মতিঝিলে অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে ব্যাংকিং এজেন্ট ব্যাংকিং অ্যাসোসিয়েশন।
কর্মসূচিতে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মেজবাহুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার চৌধুরী ও কোষাধ্যক্ষ ডা. মোহাম্মদ শাহাবুদ্দিনসহ ৫৩৩ এজেন্ট ব্যাংক মালিক অংশ নেন।
এর আগে ২১ জুন থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অনিবার্য কারণে ব্যাংকের এজেন্ট পয়েন্ট থেকে সব ধরনের ব্যাংকিং সেবা বন্ধ রাখে অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষ।
বিক্ষোভে অংশ নেওয়া এজেন্ট মালিকরা জানান, অগ্রণী ব্যাংকের এমন হটকারিতায় সারাদেশের ৫৬৭ এজেন্ট পয়েন্ট মালিকরা ক্ষতিগ্রস্ত হয়ে পথে বসেছে। অতিবিলম্বে এমন সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষকে তারা আহবান জানিয়েছে। সারাদেশে এজেন্ট ব্যাংকিংয়ের সাথে ৩০ হাজার পরিবার সম্পৃক্ত। অগ্রণী ব্যাংকের এমন সিদ্ধান্তে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে।
মানববন্ধন থেকে আন্দোলনকারীরা ২৪ ঘণ্টার মধ্যে এজেন্ট ব্যাংকিং সেবা পুনরায় চালু এবং ৭২ ঘণ্টার মধ্যে সব বকেয়া বিল পরিশোধের আল্টিমেটাম দেন। এসব দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ২০১৬ সাল থেকে সারা দেশের গ্রামীণ এলাকায় ৫৬৭টি পয়েন্টের মাধ্যমে ভাতা ভোগী, প্রবাসী, কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দিচ্ছিলেন তারা। তবে ২০ জুন ২০২৫ তারিখে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে এজেন্ট ব্যাংকিং সেবা বন্ধ করে দেয় অগ্রণী ব্যাংক। এই সিদ্ধান্তে প্রায় ১০ লাখ ৫০ হাজার গ্রাহক, ৫ লাখ অনলাইন ব্যাংকিং ব্যবহারকারী এবং বিপুল সংখ্যক রেমিট্যান্স গ্রাহক মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন।
এ বিষয়ে অগ্রণী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম বলেন, আদালত স্টে অর্ডার দিয়েছেন, বিচারাধীন বিষয় এখন কোনো মন্তব্য করতে চাচ্ছি না।
এসডি/