ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর শোক


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০২:৫৩ অপরাহ্ন, ৩রা জুন ২০২৩


ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর শোক
ছবি: সংগৃহীত

ভারতের ওড়িশা রাজ্যে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮৮ জনে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৯০০ জনের বেশি। এর মধ্যে আছে ২ জন বাংলাদেশিও। মর্মান্তিক ও দুর্ঘটনায় হতাহতদের প্রতি গভীর সমবেদনা ও শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


শনিবার (৩ জুন) এক শোকবার্তায় নিহতদের আত্মার শান্তি কামনা করেছেন তিনি। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। একই সঙ্গে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।


আরও পড়ুন: ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ২৮৮


এর আগে, শুক্রবার (২ জুন) স্থানীয় সময় সন্ধ্যায় ওড়িশায় হাওড়া থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসসহ তিনটি ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৮৮ জনের মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে হাজারেরও বেশি যাত্রী। এদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। এখনও চলছে উদ্ধারকাজ। 


জেবি/এসবি