ডলার সংকটে এক মাস বন্ধ থাকবে পায়রা বিদ্যুৎ কেন্দ্র


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০৬:৪০ অপরাহ্ন, ৩রা জুন ২০২৩


ডলার সংকটে এক মাস বন্ধ থাকবে পায়রা বিদ্যুৎ কেন্দ্র
ছবি: বিবিসি

ডলার সংকট থাকার কারণে কয়লার দাম পরিশোধ করতে না পারায় সাময়িকভাবে বন্ধ হতে যাচ্ছে বাংলাদেশের বৃহত্তম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, পায়রা বিদ্যুৎ কেন্দ্র। কয়লা না থাকায় এই বিদ্যুৎ কেন্দ্রের দুইটি ইউনিটের একটি বৃহস্পতিবার (১ জুন)  থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে।


জানা যায়, পূর্ণ সক্ষমতায় চললে এই বিদ্যুৎ কেন্দ্রের ২টি ইউনিট চালাতে প্রতিদিন প্রায় ১৩ হাজার টন কয়লা দরকার হয়। বর্তমানে কর্তৃপক্ষের কাছে ৫০ হাজার টনের মত কয়লা রয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রটির ব্যবস্থাপনা প্রতিষ্ঠান বাংলাদেশ-চীন পাওয়ার কোম্পানি লিমিটেড (বিসিপিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক এ এম খোরশেদুল আলম।


আরও পড়ুন: যে কারণে বেড়েছে লোডশেডিং, জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী


তিনি বললেন, বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট বন্ধ হয়ে গেছে। আরেকটি ইউনিট হয়তো তিন বা চার তারিখের দিকে বন্ধ হয়ে যাবে কয়লা স্বল্পতার জন্য।


এরপর চলতি জুন মাসে কমপক্ষে তিন সপ্তাহ বিদ্যুৎ কেন্দ্রটির কার্যক্রম বন্ধ থাকতে পারে। এই সময়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চলসহ অন্যান্য এলাকাতেও লোড শেডিংয়রে মাত্রা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র: বিবিসি


জেবি/এসবি