পবিপ্রবি শিক্ষক সমিতির নতুন কমিটির শপথ গ্রহণ


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:৩১ অপরাহ্ন, ৪ঠা জুন ২০২৩


পবিপ্রবি শিক্ষক সমিতির নতুন কমিটির শপথ গ্রহণ
ছবি: জনবাণী

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ গ্রহণ অভিষেক অনুষ্ঠিত হয়েছে। 


রবিবার (৪ জুন) সকাল সাড়ে ১১টায় টিএসসি মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির উপাচার্য প্রফেসর ড.স্বদেশ চন্দ্র সামন্ত। 


বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আলী। শিক্ষক সমিতির নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মাসুদুর রহমান। 


আরও পড়ুন: পবিপ্রবিতে ওয়ার্কশপ অনুষ্ঠিত


এরপরই দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। অভিষেক অনুষ্ঠানের পর শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি প্রফেসর জেহাদ পারভেজ ও সাধারণ সম্পাদক প্রফেসর ড.আসাদুজ্জামান মিয়া মুন্নার নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন অন্যান্য সদস্যবৃন্দ। 


জেবি/ আরএইচ/