বিএসএমএমইউর রেসিডেন্টরাই সেরা: উপাচার্য
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৫:৫০ পিএম, ৫ই জুন ২০২৩

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিশু সার্জারি বিভাগের ইয়ারবুক-২০২২ এর মোড়ক উন্মোচন ও ৫০তম লিভার রিসেকশন হেপাটোব্লাসমা উদযাপন করা হয়েছে।
সোমবার (৫ জুন) বিশ্ববিদ্যালয়ের সি-ব্লকের শিশু সার্জারি বিভাগের শ্রেণি কক্ষে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ইয়ারবুক করা একটি বিভাগের জন্য বড় কাজ। বিগত দিনে আমরা কি করেছি তার একটি দলিল হলো এই ইয়ারবুক। আমরা কে কি করে তা অন্যরা জানেন না। ইয়ারবুকের মাধ্যমে একটি বিভাগে কি হয় তা জানা যায় ও অন্যদের জানানো যায়। এটি একটি সময় ঐতিহাসিক ও স্মৃতির রোমন্থনের স্মারক হবে। কারণ একটি সময় আমরা কেউ থাকব না। থাকবে এই ইয়ারবুক।
আরও পড়ুন: বিএসএমএমইউতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
তিনি বলেন, আমরা আগামী দিনে এই বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিতে চাই। আমাদের এই এগিয়ে চলার পথের প্রধান সঙ্গী হলেন আমাদের সামনে যেসব রেসিডেন্টরা বসে আছেন তারা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রেসিডেন্টরাই হবে এ দেশের ভবিষ্যৎ। এই রেসিডেন্টরাই এক সময় দেশের বিশেষজ্ঞ চিকিৎসক হবে, দেশসেরা শিক্ষক হবে। আমাদের রেসিডেন্টরাই সেরা একথা ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে। এজন্য নিজেদের সম্মান রাখার জন্য নিয়ম মেনে সবাই কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বণিক, পরিচালক (হাসপতাল) ব্রি. জে. ডা. রেজাউর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিশু সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ.কে.এম জাহিদ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সুশংকর কুমার মন্ডল।
এছাড়াও অনুষ্ঠানে শিশু সার্জারি বিভাগের অধ্যপক ডা. মো. রুহুল আমীন, অধ্যাপক ডা. তোসাদদ্দেক হোসেন সিদ্দিকী, কোর্স ডিরেক্টর অধ্যাপক ডা. সালাউদ্দিন শাহ্, সহকারী অধ্যাপক ডা. কে.এম শায়ফুল ইসলামসহ বিভাগের সকল শিক্ষক, রেসিডেন্ট, চিকিৎসক, কর্মকর্তা, নার্সরা উপস্থিত ছিলেন।
জেবি/ আরএইচ/