রাস্তা নির্মাণকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ১
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৬:০৬ পিএম, ৫ই জুন ২০২৩

গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়নের আন্ধারকোটা গ্রামে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সিরিস চৌধুরী (৫২) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়ে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। সে ওই এলাকার মৃত শরৎ চৌধুরীর ছেলে।
আরও পড়ুন: গোপালগঞ্জে হতদরিদ্রদের ঈদ সামগ্রী বিতরণ করলেন জেলা আ.লীগ সভাপতি
ভুক্তভোগীর পরিবার গণমাধ্যমকে জানান, রাস্তা নির্মাণকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সিরিস চৌধুরী আহত হয়।
আন্ধারকোটা গ্রামের রাখাল চৌধুরী (৩৮), সজল চৌধুরী (৪০) ও মনা চৌধুরী (৩৫), মরু চৌধুরী (৪৫), বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
জেবি/ আরএইচ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

যেদিন রাস্তায় নামব, লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী

শিবচরে ময়লার খাল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
