হাইকোর্টে ডা. সাবরিনার জামিন, মুক্তিতে বাধা নেই

আজকের প্রতারণার মামলায় জামিন পাওয়ায় তার মুক্তিতে আর কোনো বাধা নেই
বিজ্ঞাপন
প্রতারণার মামলায় ১১ বছরের সাজাপ্রাপ্ত ডা. সাবরিনা শারমিন চৌধুরীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি নিয়ে এ আদেশ দেওয়া হয় বলে জানা গেছে।
সোমবার (৫ জুন) হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ৮ বছর বয়সে এসএসসি পাস করেন ডা. সাবরিনা
বিজ্ঞাপন
আদালতে সাবরিনার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মাসুদুল হক। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী।
সাবরিনার আইনজীবী মাসুদুল হক বলেন, সাবরিনা অন্যান্য মামলায় আগেই জামিন পেয়েছেন। আজকের প্রতারণার মামলায় জামিন পাওয়ায় তার মুক্তিতে আর কোনো বাধা নেই।
বিজ্ঞাপন
গত বছরের ১৯ জুলাই করোনার নমুনা পরীক্ষা নিয়ে প্রতারণার মামলায় ডা. সাবরিনা আরিফ চৌধুরী এবং তার স্বামী আরিফুল হক চৌধুরীসহ আটজনকে ১১ বছর করে কারাদণ্ড দেন নিম্ন আদালত।
বিজ্ঞাপন
জেবি/ আরএইচ/