নাগরপুরে জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:৫০ পিএম, ৬ই জুন ২০২৩

টাঙ্গাইলের নাগরপুরে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪২ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গবার (৬ জুন) সকালে নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ শাহাদৎ বার্ষিকীর আয়োজন করে উপজেলা সুশীল সমাজ ও সর্বস্তরের জনগণ।
আরও পড়ুন: ফুলবাড়িয়ায় জিয়াউর রহমান বীর উত্তমের শাহাদাৎ বার্ষিকী
উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মোজ্জামেল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক মন্ত্রী ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য নূর মোহাম্মদ খান, ব্যারিস্টার নুসরাত খান, উপজেলা বিএনপি’র সহ-সাধারণ সম্পাদক একে এম ফরিদুজ্জামান কহিনুর, সদস্য তোফাজ্জল হোসেন, সহবতপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো, আলাউদ্দিন আলাল, ধুবড়িয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো. মানিক মিয়া, সিদ্দিক মিয়া, সাবেক এজিএস তাজুল ইসলাম. মো. মনজুল মোর্শেদ হুরমুজ, হামিদুল রহমান দুলাল প্রমুখ। এ সময় সুশীল সমাজের গণ্যম্যান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জেবি/ আরিএইচ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

যেদিন রাস্তায় নামব, লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী

শিবচরে ময়লার খাল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
