বিরামপুরে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:৫৪ অপরাহ্ন, ৬ই জুন ২০২৩
দিনাজপুর বিরামপুরে আমদানি করা পেঁয়াজ বাজারে আসায় দাম কমেছে। বর্তমানে ৫০ টাকা কেজি দরে বিরামপুরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। রমজানের ঈদের আগেও পেঁয়াজ ৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, তা বাড়তে বাড়তে বিরামপুর বাজারে রবিবার ১০০ টাকা কেজিতে বিক্রি হয়েছে।
বিরামপুর পাইকারি বাজারে গিয়ে দেখা যায়, যেই পেঁয়াজ একদিন আগেও ৯০ থেকে ৯৫ টাকা বিক্রি হচ্ছিল, সেই একই পেঁয়াজ মঙ্গলবার বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে।
আরও পড়ুন: হিলিতে বেড়েছে পেঁয়াজের দাম
স্থানীয় খুচরা ব্যবসায়ীরা জানান, আমদানি করা ভারতীয় পেঁয়াজ এখনো পুরোপুরি ভাবে বাজারে আসেনি। দুই-এক খুচরা ব্যবসায়ী ভারতীয় আমদানি করা পেঁয়াজ ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি করছে। বাজারে আগামীকালকের মধ্যেই ভারতীয় পেঁয়াজ পুরোপুরি ভাবে চলে আসবে। কাল থেকে দেশি ও ভারতীয় পেঁয়াজের দাম আরও কমে যাবে।
পেঁয়াজের পাইকারি ব্যবসায়ী বাবুল জানান, আমদানির অনুমতি দেয়ার পর থেকে বিরামপুর বাজারে পেঁয়াজের দাম পড়ে যায়। যার প্রভাব পড়েছে বিরামপুরসহ আশেপাশের বাজারে। ভারত থেকে ঠিকমত আমদানি হলে। পেঁয়াজের দাম আগের পর্যায়ে নেমে আসবে।
জেবি/ আরএইচ/