বাংলাদেশ থেকে নার্স নিতে চায় যুক্তরাজ্য


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৮:১০ অপরাহ্ন, ৭ই জুন ২০২৩


বাংলাদেশ থেকে নার্স নিতে চায় যুক্তরাজ্য
ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে  যুক্তরাজ্য প্রশিক্ষিত নার্স নিতে চায়।


বুধবার (৭ জুন) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ভবনে বাংলাদেশে নবনিযুক্ত ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।


ঘণ্টাব্যাপী বৈঠক শেষে ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন।


আরও পড়ূন: বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য


তিনি বলেন, দুই দেশের দীর্ঘদিনের সম্পর্ক উন্নত করতে বিনিয়োগ, বাণিজ্য এবং অর্থনৈতিক উন্নতিকে আরও তরান্বিত করতে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া রপ্তানি বৃদ্ধি, কৃষি, শিক্ষাসহ বেশ কিছু খাতে যুক্তরাজ্যের সহযোগিতা প্রত্যাশা করে বাংলাদেশ।


জেবি/এসবি