সৌদি আরবে আরও এক নারী হজযাত্রীর মৃত্যু
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১১:২৭ পূর্বাহ্ন, ৮ই জুন ২০২৩
সৌদি আরবে গতকাল বুধবার আরও এক নারী হজযাত্রী মারা গেছেন। মোসাম্মৎ রোকেয়া বেগম (৬২) নামে ওই নারীর বাড়ি বগুড়ার আদমদীঘি উপজেলার শান্তাহার ইউনিয়নের চকজান গ্রামে।
এ নিয়ে সৌদি আরবে মোট সাতজন হজযাত্রী মারা গেলেন। তদের মধ্যে পুরুষ পাঁচজন ও নারী দুইজন। তাদের সবাই মক্কায় মারা গেছেন।
বুধবার (৮ জুন) রাত ২টা ৫৯ মিনিটে হজ ব্যবস্থাপনা পোর্টালের বুলেটিনে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
বুলেটিনে আরও জানানো হয়েছে, পবিত্র হজ পালনের জন্য এ পর্যন্ত ৬২ হাজার ২০৯ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৫২ হাজার ৮৫৯ জন। সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৯ হাজার ৩৫০ জন।
বুলেটিনে আরও জানানো হয়, গতকাল পর্যন্ত ভিসা পেয়েছেন একলাখ ১৮ হাজার ৮০ জন।
জেবি/ আরএইচ/