আইনমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক আইডি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:১৯ অপরাহ্ন, ৮ই জুন ২০২৩


আইনমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক আইডি
আইনমন্ত্রী আনিসুল হক

আইনমন্ত্রী আনিসুল হকের নামে একাধিক ভুয়া ফেসবুক আইডি খোলা হয়েছে বলে জানা গেছে। এসব আইডির মাধ্যমে বিভিন্নজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট বা ম্যাসেজ পাঠিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।


মন্ত্রীর ব্যক্তিগত সহকারি মোহাম্মদ আলাউদ্দিন বাবু এসব বিষয় উল্লেখ করে গত ৪ জানুয়ারি ঢাকার গুলশান থানায় সাধারণ ডায়রি (জিডি) করেছেন বলে জানান।


আরও পড়ুন: ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করা হবে: আইনমন্ত্রী


আলাউদ্দিন বাবু বুধবার (৭ জুন) দুপুরে এ সংক্রান্ত বিষয়াদি লিখে তার ব্যাক্তিগত ফেসবুক আইডি থেকে একটি ‘সতর্কবার্তা’ পোস্ট দিয়েছেন। পরে মন্ত্রীর সংসদীয় এলাকার নেতা-কর্মীরাও সতর্কবার্তাটি ফেসবুকে শেয়ার করেন।


সতর্কবার্তায় উল্লেখ করা হয়, মন্ত্রী মহোদয়ের কোনো ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামসহ এ জাতীয় কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম বা আইডি নেই। তার নামে খোলা সকল সামাজিক যোগাযোগ মাধ্যম তথা ফেসবুক আইডি ভুয়া।


জেবি/ আরএইচ/