দুই মাসে হিট স্ট্রোকে ২০ জনের প্রানহানি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:১০ অপরাহ্ন, ৮ই জুন ২০২৩
দেশে হিট স্ট্রোক এপ্রিল থেকে এ পর্যন্ত ২০ জনের মতো মানুষ মারা গেছেনে বলে জানিয়েছে দুর্যোগ ফোরাম। সংগঠনটির হিসেব অনুসারে, এর মধ্যে শিশু একজন, নারী ৫ জন এবং পুরুষ ১৪ জন। বেশিরভাগই নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ।
দুর্যোগ ফোরাম জানায়, সারা দেশের ওপর দিয়ে গত ২ মে থেকে শক্তিশালী তাপপ্রবাহ প্রবাহিত হচ্ছে।
তীব্র এই গরমে কিছু ভুল পদক্ষেপ বিপদকে আরও বাড়িয়ে তোলে বলে উল্লেখ করে সংগঠনটি।
বলেছে, এই সময় নিরাপদ পানি পান করা, বাইরের খাবার পরিহার করার পাশাপাশি কিছু সতর্কতা বড় ধরনের বিপদ থেকে রক্ষা করতে পারে।
তারা বলছে, গত ২ মে থেকে সারা দেশের ওপর দিয়ে শক্তিশালী তাপপ্রবাহ প্রবাহিত হচ্ছে। বাংলাদেশ আবহাওয়া অফিসের অনুযায়ী, এই তাপপ্রবাহ জুন মাসের মাঝামাঝি পর্যন্ত অব্যাহত থাকবে।
আরও পড়ুন: সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
তীব্র তাপদাহে ‘হিট স্ট্রোক’ একটি মারাত্মক স্বাস্থ্যগত সমস্যা উল্লেখ করে দুর্যোগ ফোরাম সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যের বরাতে জানায়, চলতি বছরের এপ্রিল থেকে ৭ জুন পর্যন্ত ‘হিট স্ট্রোকে’ মারা গেছেন ২০ জন। তাদের মধ্যে একজন শিশু, পাঁচজন নারী এবং ১৪ জন পুরুষ। তাদের মধ্যে বেশির ভাগই নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ।
আরও পড়ুন: জাতীয় গ্রিডে যুক্ত হলো ৩০ মেগাওয়াট বিদ্যুৎ: নসরুল হামিদ
তীব্র এই গরমে কিছু ভুল পদক্ষেপ বিপদকে আরও বাড়িয়ে তোলে জানিয়ে দুর্যোগ ফোরাম আরও বলেছে, এই সময় নিরাপদ পানি পান করা, বাইরের খাবার পরিহার করার পাশাপাশি কিছু সতর্কতা আমাদের বড় ধরনের বিপদ থেকে রক্ষা করবে।
জেবি/এসবি