মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুত অফিসের সামনে বিএনপির অবস্থান


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:০৮ অপরাহ্ন, ৮ই জুন ২০২৩


মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুত অফিসের সামনে বিএনপির অবস্থান
পল্লী বিদ্যুত অফিসের সামনে বিএনপির অবস্থান

অসহনীয় লোডশেডিং এবং বিদ্যুৎ খাতে দুর্নীতির অভিযোগে বৃহস্পতিবার (৮ জুন) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত মুন্সীগঞ্জ জেলার সিপাহীপাড়া পল্লী বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি।


মঙ্গলবার (৬ জুন) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সিদ্ধান্তের কথা জানিয়েছিলো বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। এর পেক্ষিতেই বিএনপির নেতা-কর্মীরা এই অবস্থান কর্মসূচি পালন করে।


এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতন কর্মসূচিতে অবস্থান কালে বলেন, গ্রামে-গঞ্জে ২৪ ঘণ্টায় ২-১ ঘণ্টা বিদ্যুৎ থাকে। লোডশেডিংয়ে মানুষের যায় যায় অবস্থা। ক্ষমতাসীন সরকার বিদ্যুৎ খাতে লুটপাট করে সাধারন মানুষকে কষ্ট দিচ্ছে। এছাড়াও তিনি সরকার ও সংসদে বিদ্যুত নিয়ে মমতাজের দেয়া বক্তব্যের কড়া সমালোচনা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক একেএম ইরাদত মানু।


এসময়ে জেলা বিএনপির ৫ সদস্যের একটি দল মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুত  জোনাল অফিসে একটি স্বারকলিপি জমা দেন।


এসময়ে আরো উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক বিএনপি ফরহাদ হোসেন,পৌর বিএনপির সদস্য সচিব এডভোকেট মাহবুব উল আলম স্বপন, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব জিএস মনির হোসেন, ,রামপাল ইউনিয়ন বিএনপির সভাপতি মো : শওকত হোসেন, সাবেক জেলা যুবদলের সভাপতি সুলতান আহমেদ, সাবেক যুবদলের সভাপতি ভিপি তারেক কাশেম খান মুকুল, জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি শহিদুল ইসলাম, সাবেক জেলা ছাএদলের সভাপতি মো: মুন্না সহ অঙ্গ সংগঠন নেতাকর্মীরা।


আরএক্স/