গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন ভাইবোনের মৃত্যু


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন ভাইবোনের মৃত্যু

ময়মনসিংহের ভালুকা উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন শিশুর মৃত্যু হয়েছে। 

রবিবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় উপজেলার হবিরবাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 
মৃতরা হলো—হবিরবাড়ী এলাকার কৃষক সুমন মিয়ার মেয়ে খাদিজা (৫), রাজিয়া (২) ও ছেলে রায়হান (৩)।

পুলিশ জানান, গার্মেন্টস কর্মী বাবা-মা আজ রবিবার সন্ধ্যার পর তিন শিশুকে বাসায় রেখে বাইরে তালা দিয়ে বের হয়েছিলেন। পরে রাত সাড়ে ৯টার দিকে ঘরে বিস্ফোরণ ঘটে। এ সময় এলাকাবাসীর সহযোগিতায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। পরে অগ্নিদগ্ধ তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে।

ওআ/