বিরামপুরে কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ১০ টাকা


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ১২:৪৯ অপরাহ্ন, ৯ই জুন ২০২৩


বিরামপুরে কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ১০ টাকা
ছবি: সংগৃহীত

নিত্যপ্রয়োজনীয়  দ্রব্যমূল্যের উর্ধ্বমূখী হলেও ঝাঁজ ছড়ায়নি পেঁয়াজ। কিন্তু একদিনের ব্যবধানে  প্রতি কেজি পেঁয়াজের দাম ৩৫ টাকা থেকে বেড়ে ৪৫ টাকায় উঠেছে।


এখন খুচরা দোকান থেকে এক কেজি পেঁয়াজ কিনতে ৬০ টাকা লাগছে ভোক্তাদের। আর খুচরা ব্যবসায়ীদের পাইকারি বাজার থেকে কিনতে হচ্ছে ৪২-৪৫ টাকা কেজি দরে।


শুক্রবার (৯ জুন) বিরামপুর পাইকারি নতুন বাজার ঘুরে ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়। ভারতীয় পেঁয়াজ শুক্র ও শনিবার আমদানি বন্ধ থাকায় দাম বেশি।


বাজারে হঠাৎ পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা বেড়ে যাওয়ায় ক্ষুদ্ধ বাজার করতে আসা ক্রেতারা। পারভেজ হোসেন নামের এক ক্রেতা বলেন, ‘বাজারে গতকালকে পেঁয়াজের কেজি ছিল ৫০ টাকা দাম কিছুটা কম ছিল, আজকে ৬০ টাকা কেজি দরে কিনতে হচ্ছে একদিনের ব্যবধানে ১০ টাকা বেশি । সিন্ডিকেট করেই দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা।


জানতে চাইলে নতুন বাজারের পেঁয়াজের পাইকারী ব্যবসায়ী মো. জুয়েল বলেন, ‘ ভারতীয় পেয়াঁজ শুক্র ও শনিবার আমদানি বন্ধ থাকায় পাইকারি বাজারে পেঁয়াজের দাম বেড়েছে। গত একদিনের ব্যবধানে পাইকারিতে কেজি প্রতি ১০ টাকা পর্যন্ত বেড়েছে। একদিন আগে মানভেদে পেঁয়াজ বিক্রি করেছিলাম ৩৫-৩৭ টাকা, সেটি এখন ৪২-৪৫ টাকা কেজি বিক্রি  হচ্ছে।


আরও পড়ুন: বিরামপুরে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম


নবাবগঞ্জ মতিহারা বাজারের খুচরা পেঁয়াজ ব্যবসায়ী মো. মোস্তাফিজুর রহমান (ফিজু) বলেন, ‘এক দিনের ব্যবধানে বাজারে পেঁয়াজের দাম অনেক বেড়ে গেছে। পাইকারী ব্যবসায়ীরা সিন্ডিকেট করেই দাম বাড়িয়েছে।


বিরামপুর নতুন বাজারের পাইকারী ও খুচরা ব্যবসায়ী মো.সুমন জানান, আজ পেঁয়াজ পাইকারি ৪২ টাকা কেজি বিক্রি করেছি। খুচরা বিক্রি করছি ৫০ টাকা কেজি। গত একদিন আগেও পেঁয়াজ পাইকারি ৩৫-৩৬ টাকা কেজি এবং খুচরায় বিক্রি করেছি ৪০টাকা কেজি।


পেঁয়াজ ব্যবসায়ী শুকুর জানান, দুইদিন আমদানি বন্ধ থাকায় পেঁয়াজের দাম বেড়েছে। তবে রবিবার থেকে ভারতীয় পেয়াজ আমদানি হলে কমে যাবে দাম ।


কাঁচাবাজারের খুচরা ব্যবসায় মো.শফিকুল ইসলাম বলেন, গতকালেই পেয়াজ খুচরা বিক্রি করেছি ৫০ টাকা কেজি দরে। আজ বিক্রি করছি ৬০ টাকা দরে। আজ পাইকারী বাজারে কেজি প্রতি ১০ টাকা করে বেশি বলে জানান।


জেবি/ আরএইচ/