মে মাসে সড়কে ঝরেছে ৪০৮ প্রাণ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৩:২০ অপরাহ্ন, ৯ই জুন ২০২৩
গত মে মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৪৯১টি। এসব দুর্ঘটনায় ৪০৮ জন প্রাণ হারিয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ৬৩১ জন। নিহতদের মধ্যে ১৫৬টি মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারান ১৪১ জন, যা মোট নিহতের ৩৪ দশমিক ৫৫ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩১ দশমিক ৭৭ শতাংশ। দুর্ঘটনায় ১০৪ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ২৫ দশমিক ৪৯ শতাংশ।
শুক্রবার (৯ জুন) রোড সেফটি ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সংগঠনটি ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে মে মাসের দুর্ঘটনায় প্রতিবেদনটি তৈরি করেছে।
প্রতিবেদন বলা হয়েছে, গত এপ্রিল মাসে সড়ক দুর্ঘটনায় গড়ে প্রতিদিন নিহত হয়েছিল ১৬ দশমিক ৫৬ জন। মে মাসে গড়ে প্রতিদিন নিহত হয়েছে ১৩ দশমিক ৬ জন। এ হিসাবে মে মাসে প্রাণহানি কমেছে ১৭ দশমিক ৮৭ শতাংশ। তবে প্রাণহানি কমার এ হার কোনো টেকসই উন্নতির সূচক নির্দেশ করছে না। কারণ সড়ক পরিবহন খাতে তেমন কোনো ব্যবস্থাপনাগত উন্নয়ন ঘটেনি।
আরও পড়ুন: মে মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৬৩১ জনের
প্রতিবেদনে দুর্ঘটনার বিশ্লেষণে বলা হয়েছে, বর্তমানে অধিকাংশ দুর্ঘটনা ঘটছে যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে। অর্থাৎ অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনা ঘটছে। গতি নিয়ন্ত্রণ করতে না পারলে দুর্ঘটনা কমানো যাবে না। গতি নিয়ন্ত্রণের জন্য মোটিভেশনাল প্রশিক্ষণ যেমন দরকার, তেমনি দরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রযুক্তিগত সক্ষমতা অর্জন। যানবাহনে আধুনিক প্রযুক্তি সংযুক্ত করতে হবে, যার মাধ্যমে গতিসীমা নজরদারি ও রেকর্ড করা যায়।
দুর্ঘটনা রোধ করার বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আন্তরিক হতে হবে। সড়ক দুর্ঘটনা ঘটছে মূলত সড়ক পরিবহন খাতের নৈরাজ্য ও অব্যবস্থাপনার কারণে।
জেবি/ আরএচি/