মুন্সীগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাইক্রোবাস চাপায় যুবক নিহত


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৭:৩৮ অপরাহ্ন, ৯ই জুন ২০২৩


মুন্সীগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাইক্রোবাস চাপায় যুবক নিহত
গজারিয়া থানা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া পাখির মোড় এলাকায় অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় মাইক্রোবাসে থাকা এমদাদ হোসেন শাওন(২৮) নামের যুবক নিহত ও তিনজন আহত হয়েছেন।


 শুক্রবার ( ৯ জুন) ভোরে মহাসড়কের কুমিল্লা মুখী  লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত এমদাদ হোসেন শাওন(২৮) নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার মিয়াপুর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে । এমদাদ হোসেন শাওন ওই মাইক্রোবাসের যাত্রী ছিলেন।


আহতরা হলেন, নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার মিয়াপুর গ্রামের শাহাবুদ্দিনের স্ত্রী রতনা বেগম (৪০), একই গ্রামের দুলাল মিয়ার স্ত্রী কাজল (৩৫) এবং মাইক্রোবাসের চালক বরিশালের উজিরপুর উপজেলার মফিজ মিয়ার ছেলে  আল আমিন(২৮)।


গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ এ.এস.এম. রাশেদুল ইসলাম জানান, ঢাকা থেকে নোয়াখালীর বেগমগঞ্জে যাচ্ছিল  মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-১৬-৩৬০৬)। পথিমধ্যে ভোর রাত সাড়ে তিনটার দিকে মাইক্রোবাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের বাউশিয়া পাখির মোড় এলাকায় আসলে অজ্ঞাতনামা গাড়ির সাথে ধাক্কা লেগে মাইক্রোবাসটি রাস্তার মাঝখানে ডিভাইডারে উঠে যায়। 


এতে প্রচন্ড ধাক্কায় মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায় এবং আরোহী সবাই আহত। স্থানীয়রা তাদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক এমদাদ হোসেন শাওনকে মৃত ঘোষণা করেন। মাইক্রোবাসটির চালক আলামিনসহ অপর তিনজন গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। নিহতের মরদেহ বর্তমানে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। আমরা ঘাতক গাড়িটিকে শনাক্তের চেষ্টা চালা


আরএক্স/