সৌদি পৌঁছেছেন ৬৭১০৫ হজযাত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১০:০৯ পূর্বাহ্ন, ১০ই জুন ২০২৩
হজ ফ্লাইট শুরুর পর থেকে এখন পর্যন্ত ৬৭ হাজার ১০৫ জন যাত্রী সৌদি আরব পৌঁছেছেন।
সোমবার (১০ জুন) হজ পোর্টাল থেকে এ তথ্য জানা গেছে।
হজ অফিস সূত্র জানিয়েছে, সৌদিতে যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৯ হাজার ৩৫০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৫৭ হাজার ৭৫৫ জন।
সৌদিতে যাওয়া হজযাত্রীদের মধ্যে এখন পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে পুরুষ ছয়জন এবং মহিলা দুজন।
আরও পড়ুন: সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার কথা ছিল। গত ২১ মে থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট শুরু হয়। শেষ হবে ২২ জুন। হজ পালন শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।
উল্লেখ্য, চাঁদ দেখাসাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
জেবি/এবি